শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | হোটেলের ঘরে থরে থরে সাজানো টাকার বান্ডিল, গ্রেপ্তার ১

Kaushik Roy | ১৭ মার্চ ২০২৫ ১৫ : ৪০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারের সূত্র ধরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নগদ  প্রায় ৩৮ লক্ষ ১৫ হাজার টাকা। রবিবার বিকেল নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের  রঘুনাথগঞ্জ থানার পুলির তালাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কুরবান শেখ নামে রঘুনাথগঞ্জের খড়কাটি এলাকার বাসিন্দা পেশায় ই- রিক্সা চালক এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি ২০০ গ্রাম হেরোইন।
 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান ,'ধৃত হেরোইন পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চক্রের সঙ্গে জড়িত আরও এক ব্যক্তির খোঁজ পেয়েছি। রবিবার রাতে রঘুনাথগঞ্জ শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩৮ লক্ষ ১৫ হাজার ৪০০ টাকা।' পুলিশ সূত্রের খবর, ধৃত কুরবান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে  অন্য এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন পেয়েছিল। তাকে ওই হেরোইন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুরের কাছে একটি হোটেলে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছিল। 

 

রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, কুরবান হেরোইন নিয়ে ধরা পড়ে যাওয়ার পর আমাদেরকে জানায় ওমরপুর মোড়ের কাছে একটি হোটেলে জনৈক নাজির হোসেন নামে লালগোলার এক বাসিন্দার কাছে  ওই মাদক পৌঁছানোর কথা ছিল তার। এরপরই রঘুনাথগঞ্জ থানার একটি দল ওই হোটেলে পৌঁছে যায়। সেখান থেকেই নাজিরকে গ্রেপ্তার করে পুলিশ।হোটেলের ঘর থেকে উদ্ধার হয় থরে থরে সাজিয়ে রাখা নগদ টাকা। পুলিশ সূত্রের খবর ,নিজের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে নাজির ওই হোটেল ঘরটি 'বুক' করেছিল। 

 

জেলা পুলিশের এক আধিকারিক জানান , লালগোলার বাসিন্দা নাজির হোসেন হেরোইন পাচার চক্রের এক বড় মাথা। সে ভিন রাজ্য এবং জেলা থেকে বিভিন্ন লোকের মাধ্যমে হেরোইন আমদানি করে মুর্শিদাবাদ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে বলে পুলিশ জানতে পেরেছে। হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দুই ব্যক্তির পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাদের আদালতে পেশ করা হয়েছে।


Murshidabad NewsLocal NewsWest Bengal News

নানান খবর

নানান খবর

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া